প্রকাশিত: ২০/০৩/২০১৭ ১০:৪২ পিএম , আপডেট: ২০/০৩/২০১৭ ১০:৪৩ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত বাইতুল ইসলাম (১৫) উপজেলার মানিকপুর ইউনিয়নের ওমর মিয়ার একমাত্র পুত্র ও মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে ২০মার্চ সোমবার বিকেল ৫টা ১৩মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান উল্লেখিত সময়ে স্থানীয় রংমহল গ্রামের শাহালমের পুত্র দিদারুল ইসলাম মালিকাধীন একটি ভক্সি গাড়ি চকরিয়া থেকে ডুলাহাজারা আসছিলেন। গাড়িটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌছলে একই দিক থেকে বাই-সাইকেল চালিয়ে আসা ছাত্র বাইতুল সড়কের বাম পার্শ্ব থেকে ডান পার্শ্বে ফেরার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাইতুল ইসলাম নিহত হয়।
উপস্থিত লোকজন আরো জানান ভক্সিগাড়িটির ধাক্কায় প্রথমে পড়ে গিয়ে ঘুরুতর আঘাত প্রাপ্ত হয় সাইকেল আরোহী বাইতুল। এবং তার উপর দিয়ে ভক্সি গাড়িটি চাপিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির মালিক ও নিহতের পরিবার উভয়ের বোঝাপরার মাধ্যমে মৃতদেহ নিজ এলাকা মানিকপুরে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়ীত্বরত কর্মকর্তা মোঃ সেলিম জানান গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনা কবলিত গাড়িটি খুঁজে পেলে আটকপূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...