প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ১০:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ পিএম
ভূমি মন্ত্রানালয়ের মন্ত্রী ও প্রতি মন্ত্রীর কাছ থেকে সহকারি কমিশনার ভূমি উখিয়া অফিসের জন্য ডাবল কেবিন পিকঅাপ গাড়ীর চাবি গ্রহন করছেন নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান সহকারী কমিশনার ভূমি উখিয়া।

ভূমি মন্ত্রানালয়ের মন্ত্রী ও প্রতি মন্ত্রীর কাছ থেকে সহকারি কমিশনার ভূমি উখিয়া অফিসের জন্য ডাবল কেবিন পিকঅাপ গাড়ীর চাবি গ্রহন করছেন নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান সহকারী কমিশনার ভূমি উখিয়া।
নিজস্ব প্রতিবেদক : ৬০ জন সহকারী কমিশনারকে (এসি ল্যান্ড) ডাবল কেবিন পিকআপ গাড়ি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারি জমি রক্ষা, তহশিল অফিস পরিদর্শন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রভৃতি কাজের জন্য তাঁদের এসব গাড়ি দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘জণগণের টাকায় কেনা গাড়ির অপব্যবহারে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত কাজে যেন এ গাড়ি ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিগত ২০১৫ সালে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৪৯৪টি ডাবল কেবিন পিকআপ গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৬-১৭ অর্থবছরে ১০০টি, ২০১৭-১৮ অর্থবছরে ২০০টি এবং ২০১৮-১৯ অর্থবছরে বাকি গাড়িগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম অর্থবছরের (২০১৬-১৭ অর্থবছর) ১২০টি গাড়ি ক্রয় করে ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে মঙ্গলবার ৬০টি গাড়ি হস্তান্তর করা হলো এবং আগামী ২০ সেপ্টেম্বর ৬০টি গাড়ি হস্তান্তর করা হবে। প্রতিটি গাড়ির ক্রয়মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা। ফিটিংসের জন্য সাড়ে ৬৯ হাজার টাকা ও নিবন্ধনের জন্য ৩৮ হাজার টাকা ব্যয় হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...