প্রকাশিত: ০৬/০২/২০১৭ ১০:৫৮ পিএম , আপডেট: ০৬/০২/২০১৭ ১১:০১ পিএম

নিউজ ডেস্ক::

রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গার চরে পুনর্বাসনের ক্ষেত্রে সহায়তা ও কৌশল ঠিক করতে দাতাদের সঙ্গে পরামর্শ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে  প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের যে এলাকায় বর্তমানে রোহিঙ্গারা বসতি গড়েছে, সেখান থেকে প্রতিনিয়ত তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। যা আগামী দিনের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি মানবিকভাবে নিষ্পত্তির জন্য দাতাদের সঙ্গে পরামর্শ করতে হবে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী দাতাগোষ্ঠীর সহায়তা নিয়ে কক্সবাজারের উখিয়া, টেকনাফের কুতুপালং এলাকায় ক্যাম্প থাকলেও তারা সমগ্র কক্সবাজার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই তাদের সেখান থেকে সরিয়ে হাতিয়ার দ্বীপে সব রোহিঙ্গাদের এতত্রিত করে নতুন ক্যাম্প গড়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী। এ বিষয়টিতে দাতাদের সহায়তা ও নতুন ক্যাম্প গড়ার ক্ষেত্রে কৌশল নির্ধারণের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশনা দেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...