উখিয়ায় বালু নেই তবু ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ, উদ্দেশ্য পাহাড় কাটা
কক্সবাজারের উখিয়ার পালংখালী খালে বালু উত্তোলনের নামে চলছে পাহাড় কাটার মহা ধ্বংসযজ্ঞ। উক্ত খালে বালু ...
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় রব্বানী (৪৫) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলার বোদা পৌরসভার বোদা-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রব্বানী নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার আব্দুল হক প্রামানিকের ছেলে। পেশায় তিনি এনজিওকর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রব্বানী মোবাইল ফোনে কথা বলতে বলতে সাইকেলে করে বোদা বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক পিছন দিক থেকে এসে রব্বানীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে
পাঠকের মতামত