প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৬:৩২ পিএম
ছবি-প্রতীকী

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় রব্বানী (৪৫) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলার বোদা পৌরসভার বোদা-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রব্বানী নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার আব্দুল হক প্রামানিকের ছেলে। পেশায় তিনি এনজিওকর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রব্বানী মোবাইল ফোনে কথা বলতে বলতে সাইকেলে করে বোদা বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক পিছন দিক থেকে এসে রব্বানীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর স্থানীয়  যুবক  নিখোঁজ, জঙ্গলে উদ্ধার মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ তিন ...

১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম ...