প্রকাশিত: ০২/০৩/২০১৮ ৮:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৭ এএম

হাাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফ স্থল বন্দরে ট্রলার ডুবে খাইরুল বশর (২৩) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে আসা পণ্যবাহী একটি ট্রলার থেকে মালামাল আনলোড করতে গিয়ে ওই শ্রমিকের এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা শ্রমিক খাইরুল বশর (২৩) মিয়ানমারের বুচিডং জেলার রাচিডং থানার আবদুল গফফারের পুত্র। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকায় সপরিবারে বসবাস করেন।

টেকনাফ স্থল বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন রাত সাড়ে ৭ টায় সীমান্ত বাণিজ্যের ট্রলার ডুবিতে শ্রমিকের মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলারটি টেকনাফের বিছমিল্লাহ রাইচ মিলের মালিকের পণ্য ছিল।

জানা গেছে, ১ মার্চ বৃহস্পতিবার বিকালের দিকে মিয়ানমার থেকে আসা চাউল বোঝাই একটি ট্রলার থেকে মালামাল আনলোড করার সময় ট্রলারটি ডুবে যায়। এতে ওই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু ঘটে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জিত কুমার বড়–য়া রাত পৌণে ১১টায় জানান, নিহত রোহিঙ্গা শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ এবং এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...