প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৭:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ এএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ স্থল বন্দরে মার্চ মাসে লক্ষ্যমাত্রার দ্বিগুনের চেয়ে বেশী রাজস্ব আয় করেছে।মার্চ মাসে স্থল বন্দর শুল্ক বিভাগ ১৫ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকা রাজস্ব আদায় করেছে।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মার্চ মাসে ৭ কোটি ৭১ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও ১৫ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে অতিরিক্ত ৮কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
তিনি আরো জানান, ৪৬৯টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৮৫ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার টাকার পণ্য আমদানী হয়েছে।


অপরদিকে ৬১টি বিল অব এক্সপোটের মাধ্যমে ১ কোটি ৮৭ লাখ ৬৪ হাজার টাকার পন্য মিয়ানমারে রপ্তানী হয়েছে।
এছাড়া শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোরে ৬৫ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে গবাদি পশু আমদানী খাতে। করিডোর দিয়ে ১১৬৬৫ টি গরু, ১৫১৫টি মহিষ আমদানীর বিপরীতে উক্ত রাজস্ব আয় হয়। তবে গেল মাসে কোন ছাগল আমদানী হয়নি করিডোর দিয়ে।


রাজস্ব কর্মকর্তা আরো জানান, আমদানীকারকগন সচেষ্ট থাকায় মিয়ানমার থেকে পর্যাপ্ত আমদানী হওয়ায় প্রায় দ্বিগুন রাজস্ব আয় হয়েছে।
আমদানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো আদা, মাছ, চাউল, কাঠ, আঁচার, বরই ও তেতুল। অপর দিকে রপ্তানীপণ্যের মধ্যে রয়েছে গেঞ্জি, এলোমুনিয়াম, চুল ও স্যানিটারী সামগ্রী।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...

কোটবাজার দোকান-মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার ...

‘ইয়াবাকান্ডে’ কক্সবাজারে অধিনায়কসহ ৩ শতাধিক র‍্যাব সদস্যকে গণবদলি

ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেংকারির অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) কক্সবাজার ...