ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ১১:১৫ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলীয় এলাকায় মিয়ানমার থেকে পালিয়ে এলো ৫ রোহিঙ্গা। বুধবার (১৭ জুলাই) বিকেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগর অতিক্রম করে দুই নারীসহ ৫ রোহিঙ্গা অনুপ্রবেশ করে৷

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ছমি উদ্দিন।

তিনি বলেন, বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসব রোহিঙ্গাদের আটক করেন। নোয়াখালীপাড়ার ঘাট থেকে এই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

জানাগেছে, অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা। তারা রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে।

আটক রোহিঙ্গারা হলেন, আলিপাড়ার হারুনের ছেলে এনামুল হাছান, একরাম উল্লাহর ছেলে মোশাররফ, একরামের স্ত্রী ওমমুল কাইর, একরামের ছেলে মোফশ্শর এবং আবু বক্করের স্ত্রী শাহনাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাঁচ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের সংঘাতের জের ধরে সীমান্ত দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

পাঠকের মতামত

উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

উখিয়ার সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি ...

কক্সবাজারে বাঁকখালী নদীর কাশফুল বাগান রক্ষায় কক্সিয়ান এক্সপ্রেসের আহ্বান

কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের পর প্রকাশ্যে এসেছে মনোমুগ্ধকর কাশফুল বাগান। প্রতিদিন শত শত ...

উখিয়া নিউজ ডটকমের ১৫ বছর পূর্তি: সমস্যা ও সম্ভাবনার দ্বারপ্রান্তে উখিয়া

১৫ বছরের পথচলায় উখিয়া নিউজ ডটকমের যাত্রা একদিকে যেমন স্থানীয় সাংবাদিকতার বিকাশ ঘটিয়েছে, তেমনি উখিয়ার ...

উখিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে পণ্য আত্মসাতের অভিযোগ

উখিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আত্মসাধনের অভিযোগ উঠেছে। দেশের অন্যতম জনপ্রিয় কুরিয়ার ...