প্রকাশিত: ২১/০৬/২০২২ ১১:০৩ এএম


টেকনাফ থেকে কৌশলে চুরি করে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো অন্যত্রে। অভিযানে ৭২ ঘন্টার মধ্যে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতাকে চকরিয়া থেকে চুরি করা মোটরসাইকেলসহ আটক করে টেকনাফ থানা পুলিশ।

আটক চোর সিন্ডিকেট প্রধান কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড পান বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহীম বিন কাশেম উরফে সম্রাট (২২)।

সোমবার (২০ জুন) সকালে এ তথ‍্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, গত ১৮ জুন টেকনাফ পৌরসভাস্থ সী কোরাল রিসোর্টের নীচ তলা থেকে নাটোর জেলা থেকে আগত পর্যটকের একটি আর ১৫বি৫ ভার্সন ঢাকা মেট্রো ল ৩৪-৯৪১৭ নাম্বারের মোটরসাইকেল চুরি হয়। তারই পরিপ্রেক্ষিতে একই দিন মোটরসাইকেলের মালিক নাটোর জেলার উত্তর বরগাছা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মেহেদি হাসান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করলে রবিবার টেকনাফ থানার নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় সাহারবিল ইউপি এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়। এসময় চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক মোটরসাইকেল চুর চক্রের সক্রিয় সদস‍্য ও দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জনশ্রুতি রয়েছে।জেলায় এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে চুরি হওয়া মোটরসাইকেলের মালিক মেহেদি হাসান জানান, মোটরসাইকেল চুরি হওয়ার পরে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেয়ার সাথে সাথে তাৎক্ষণিক ব‍্যবস্থা গ্রহন করে ৭২ ঘন্টার মধ‍্যে উদ্ধার করে দেওয়ায় টেকনাফ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ তিনি।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল চুর সিন্ডিকেটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান।

পাঠকের মতামত

৪৮০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে গেল মিয়ানমারের প্রতিনিধিদল

কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে থাকা ৪৮০ জন রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে গেছে মিয়ানমারের ...

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: ডলার সংকটের কবলে রানওয়ে সম্প্রসারণ

ডলার সংকটে থমকে গেছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে নির্মাণ প্রকল্প। এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে ...

কক্সবাজারে ভুয়া ডিবি আটক

কক্সবাজার শহরের দিল্লি কিচেন নামক একটি খাবার হোটেলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসল ...

ইউএনও’র সংবাদ সম্মেলন রামুতে আরও ২০২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

রামুতে ৩য় ও ৪র্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন ২০২টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বসত ঘর। ...