কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান ...
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন দালাল এবং ১ জন ইভটিজারকে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হোসেনের পুত্র ফজল করিম (৪২), শাহপরীরদ্বীপ মিস্ত্রিীপাড়ার বাসিন্দা সুলতান আহমদের পুত্র মোঃ আমিন (২১) এবং উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী গ্রামের আবদুচ্ছালামের পুত্র নজরুল ইসলাম (১৯)।
জানা যায়, রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করার দায়ে প্রথমোক্ত ২ জনকে এবং ঈভটিজিংয়ের অভিযোগে শেষোক্ত ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে ১৬ নভেম্বর বৃহষ্পতিবার বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসেন সিদ্দিক এদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন।
পাঠকের মতামত