প্রকাশিত: ১৭/১১/২০১৭ ৯:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০০ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন দালাল এবং ১ জন ইভটিজারকে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হোসেনের পুত্র ফজল করিম (৪২), শাহপরীরদ্বীপ মিস্ত্রিীপাড়ার বাসিন্দা সুলতান আহমদের পুত্র মোঃ আমিন (২১) এবং উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী গ্রামের আবদুচ্ছালামের পুত্র নজরুল ইসলাম (১৯)।

জানা যায়, রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করার দায়ে প্রথমোক্ত ২ জনকে এবং ঈভটিজিংয়ের অভিযোগে শেষোক্ত ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে ১৬ নভেম্বর বৃহষ্পতিবার বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসেন সিদ্দিক এদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেন।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...