
সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজারের টেকনাফে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মোহনা দর্শক ফোরামের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। মোহনা দর্শক ফোরাম সভাপতি অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে মোহনা টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের সঞ্চালনায় নিউ গ্রীণ গার্ডেন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আশেকউল্লাহ ফারুকী, আবুল কালাম আজাদ প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক নুরুল হক, সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশীদ, কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ টিভি জার্নালিস্ট সোসাইটির আহবায়ক নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, সদস্য সচিব আব্দুস সালাম, টেকনাফ সাংবাদিক ফোরাম সভাপতি আমান উল্লাহ আমান, সাধারন সম্পাদক মু. জাহাঙ্গীর আলম, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সহসভাপতি রাশেদ মাহমুদ রাসেল, সাধারন সম্পাদক ফরহাদ আমিন, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক, কর্মরত সংবাদকর্মী সাদ্দাম হোসাইন, ফরিদুল আলম, মোঃ শহীদ উল্লাহ, দর্শক ফোরাম সদস্য মোঃ ইয়াছিন, ওবাইদুল হক, মোরশেদ সিকদার, সোহেল সিকদার, মোহাম্মদুল হক, আলমগীর, ইমান হোসেন প্রমুখ। এর আগে এক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও দর্শক ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কেক কেটে বর্ষপুর্তি উদযাপন করেন।
পাঠকের মতামত