প্রকাশিত: ০৪/০৪/২০১৮ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৬ এএম

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ::
টেকনাফে মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার হোছাইন আহমদের পুত্র কবির আহমদ ( ৩৮)। বুধবার (৪ এপ্রিল) দুপুর একটার দিকে সাবরাং বাজারের দক্ষিন পাশে টানা ব্রীজ এলাকায় প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজ শেষে সাবরাং থেকে বাড়ী ফেরার পথে নিহত কবির আহমদ মোটর সাইকেল নিয়ে সাবরাং টানা ব্রীজ নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক উদ্বোধনের ফলক উম্মোচনের সাইনবোর্ডে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে গিয়ে চুর্ণবিচুর্ন হয়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা নিহত লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

এব্যাপারে টেকনাফ মডেল থানার এস,আই মহির খান জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে।

হোয়্ইাক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত এসআই শফিকুল ইসলামের সাথে (০১৭৩৩২৩১৯১৯) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের দায়িত্ব নেটং পাহাড় পর্যন্ত। সাবরাংয়ের ঘটনাস্থল এলাকাটি জেলা হাইওয়ে পুলিশের দায়িত্ব। এসময় জেলা হাইওয়ে পুলিশের মুঠোফোনের নাম্বার চাইলে তার কাছে নাই বলেও জানান।

এদিকে শেষ খবর (বিকাল পৌনে ৬ টা) পাওয়া পর্যন্ত নিহতের লাশ বাড়ীতে রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...