ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১০:৫৭ এএম

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন চ্যানেলে মৌলভীর শীল এলাকায় বড়শিতে ধরা পড়েছে ২৬০টি লাল কোরাল ও ভোল মাছ।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা ওমর ফারুক ও মোহাম্মদ হোসেনের মালিকানাধীন নৌকার বড়শিতে মাছগুলো ধরা পড়ে। একেকটি মাছের ওজন এক থেকে দুই কেজি এবং বড়গুলো ছয় কেজি বেশি।
গতকাল রবিবার দুপুরে মাছগুলো জেলেরা নৌকায় করে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া নৌঘাটে নিয়ে আসে। এই সময মাছ গুলো দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।
নৌকার মালিক ওমর ফারুক বলেন, ট্রলারটি গতকাল শনিবার বিকেল ৪টার সময় শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ছেড়ে যায়। জালিয়া পাড়ার ভিলেন মান্না মাঝির নেতৃত্বে চারজন জেলে ছিলেন নৌকাটিতে। সন্ধ্যায় মৌলভীর শীল এলাকায় সেন্ট মার্টিন চ্যানেলে নৌকাটি নোঙর করে জেলেরা ১৪০০টি বঁড়শি ফেলেন। ঘন্টাখানেক পরে বড়শিতে মাছ আটকা পড়তে শুরু করে। প্রায় দেড় ঘণ্টা ধরে জাল টেনে উঠিয়ে তাঁরা ১৬০টি লাল কোরাল ও ভোল মাছ পান। আমাদের পাশের আর একটা নৌকায় ছোট বড় একশটির বেশি লাল কোরাল মাছ ধরা পড়ছে। পরে মাছগুলো ঘাটে নিয়ে এসে ২৫ হাজার টাকা মণ দরে ৩ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

একসঙ্গে এতগুলো বড় মাছ পেয়ে আনন্দিত মান্না মাঝি। তিনি বলেন, জেলেরা বঁড়শি তুলতে গিয়ে দেখেন, অনেক ভারী। একের পর এক বড়শি টেনে দেখা যায় ছোট বড় অনেক লাল কোরাল ও ভোল মাছ ধরা পড়ছে। মাছগুলো ঘাটে এনে স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাকিরকে বিক্রি করা হয়েছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ জাকের বলেন, ভোল ও লাল কোরাল গুলো তিন লাখ ৭০ হাজার টাকায় কিনেছেন। তবে স্থানীয় বাজারে প্রতি কেজি বিক্রি হয়ে থাকে ৫০০-৬০০ টাকায়। এখন মাছগুলো বরফ দিয়ে প্যাকেট করে উপযুক্ত দাম পাওয়ার জন্য চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শাহ পরীর দ্বীপে দুইটি নৌকায় বড়শিতে ২৬০টি লাল কোরাল ও ভোল মাছ ধরা পড়ছে। ওই এলাকায় কয়েক দিন ধরে বড়শিতে ভালোই মাছ ধরা পড়ছে।
এই মাছ লাল কোরাল ও ভেটকি—দুই নামেই এ মাছ পরিচিত। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয় লোকজন এই মাছকে রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে চেনে। কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি। এ মাছ সাধারণত ১ থেকে ৯ কেজি পর্যন্ত হতে থাকে।
দেলোয়ার হোসেন আরও বলেন, এই মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। এপ্রিল থেকে আগস্ট মাস এগুলোর মূল প্রজননকাল।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...