ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১২/২০২৪ ৭:৫৯ এএম

টেকনাফে উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ৬০ হাজার ফুট বালু লুটে নেওয়ার অভিযোগ ওঠেছে রায়হান সিন্ডিকেটের বিরুদ্ধে। স্খানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পরিবর্তনের সুযোগটা সুচতুরভাবে লুফে নিয়েছে ওই সিন্ডিকেট।

অভিযুক্ত রায়হান উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে।
জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খাটাখালী এলাকায় খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাব্র বালু উত্তোলনের খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী সরেজমিন পরিদর্শন করে রায়হান সিন্ডিকেটের উত্তোলিত প্রায় ৬ হাজার ফুট বালু জব্দ করে। কিন্তু জব্দের কয়েকমাস পরে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের বদলি হয়। এ সুযোগে রায়হান সিন্ডিকেটের লোকজন পুনরায় সব বালু লুটে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকার পতনের পরপরই রাতের আঁধারে ডাম্পার ও ট্রাক দিয়ে জব্দকৃত বালুগুলো লুট করে নিয়ে গেছে রায়হান সিন্ডিকেটের লোকজন। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে হুমকি-দমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। তাই ভয়ে তাদের বিরুদ্ধে কেউ সহজে কথা বলেনা। দিন-রাত কয়েকটি ডাম্পার-ট্রাক দিয়ে বিরতিহীন বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করলেও দেখার কেউ নেই। এতে আরও বেপরোয়া হয়ে ওঠেছে ওই বালুখেকো সিন্ডিকেট।

এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি তাঁর অজানা। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এবিষয়ে জানতে চাইলে রায়হান বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রশাসন জরিমানা করেছিল। জায়গার মালিকের পীড়াপীড়িতে বালুগুলো সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রশাসনকে অবগত না করে সরানোর নিয়ম আছে কীনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...