টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ডেইল পাড়া এলাকায়।
জানা যায়, আজ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ডেইল পাড়া এলাকার মৃত বাচাঁ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহর (৪৭) মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশের সুরতহাল তৈরিপূর্বক কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জনতার সহায়তায় আব্দুল্লাহর ২য় স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়েছে।