ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১২/২০২৫ ৮:৪০ এএম

অপহরণ,মানব পাচার স্পট ক্ষ্যত কক্সবাজার টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া এলাকায় এবার অস্ত্রের মুখে জিম্মি করে ছয় শিশুকে অপহৃত করেছে অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা।

তবে ঘটে যাওয়া ঘটনার কিছুক্ষণ পর অপহরণকারীদের জিম্মি দশা থেকে কৌশলে দুজন শিশু পালিয়ে আসতে সক্ষম হয়েছে। বাকি চার জন এখনো জিম্মি দশায় আটক রয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাত ৯ টার দিকে বাহারছড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য হাফেজ আহাম্মদ সময়ের কণ্ঠস্বরকে ঘটে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে উক্ত ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়া এলাকায় সংঘটিত হয়েছে।

অপহৃত শিশুরা হচ্ছে- ঐ এলাকার অছিউর রহমানের পুত্র মো.মামুন (১৭), আবুল কাশেমের পুত্র আনোয়ার হোসেন (১৪), মো.ইসলামের পুত্র গিয়াস উদ্দিন (১৫), মো.হাসানের পুত্র আবু বক্কর ছিদ্দিক (১৩)।

কৌশলে পালিয়ে আসা দুই শিশু হচ্ছে-মো.আব্দুল্লাহর পুত্র ইসমাইল (১৭) ও আয়ুব আলীর পুত্র মো.শাহীন (১৩)। অপহৃত শিশুরা প্রতিদিনের ন্যায় খেলাধুলা করা

সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অপহরণ চক্রের বেশ কয়েকজন সদস্য পাহাড় থেকে নেমে এসে অস্ত্রের মুখে জিম্মি তাদেরকে ধরে নিয়ে যায়।

ঘটনাটি শোনার পরপরই পুলিশকে অবহিত করেছি। এরপর থেকে পুলিশ ও আমরা স্থানীয়রা মিলে অপহৃত শিশুদের উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি।

এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, খবরটি জানার পর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

“সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু: কক্সবাজার থেকে ৩ জাহাজে ১১০০ পর্যটক”

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী ...

সেন্টমার্টিনে রাত্রি যাপনের সুযোগ দুই মাস, মানতে হবে ১২ নির্দেশনা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ ...