টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফে ইয়াবা পাচারকারির মোটর সাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৩) নামে এক বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে নাজির পাড়া চৌকির দায়িত্ব পালন করছিল।
স্থানীয়দের ভাষ্য মতে, সোমবার রাতে নাজির পাড়া এলাকা দিয়ে একটি মোটর সাইকেল যোগে ইয়াবা পাচার করার গোপন সংবাদ পেয়ে বিজির সদস্য শহিদুল ইসলামসহ তার সঙ্গে থাকা বিজিবির সদস্য ওই মোটর সাইকেল আরোহীকে থামানো সংকেত দেন। তারা সংকেত অমান্য করে পালানোর সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে তাদেরকে ইয়বা পাচারকারিরা মোটর সাইকেল দিয়ে রাস্তার পাশে চাপিয়ে দেয়। এসময় বিজিবির সদস্যরা মাটিতে লুঠিয়ে পড়ে। এসময় বিজিবির সদস্য শহিদুল ইসলাম আহত হলেও অপর এক সদস্য বেচেঁ যান। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগের চিকিৎসা তাকে প্রাথমিক দেন।
জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্রু জানান, আহত বিজিবির সদস্যর হাত, পা ও মাথায় আঘাত পান। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে মোটর আরোহীদের খুজছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায় আবু রাসেল ছিদ্দিকী জানান, ইয়াবা পাচারকারির মোটর আরোহীর থামানো চেষ্টাকালে এ ঘটনা ঘটেছে। আরোহীদের খোজেঁ বের করে আইনের আওতায় আনা হবে।