প্রকাশিত: ০৬/০৫/২০২১ ১০:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের গুলি বিনিময় হয়েছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি এলজি, এক রাউন্ড কার্তুজের খালি খোসাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ওই এলাকার মো. নূর আলমের ছেলে মো. আমির হোসেন, একই এলাকার নূর আহমদের ছেলে মো. আজিজ উল্লাহ।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান লম্বাবিল এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে-এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় বেড়িবাঁধের আড়ালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকভর্তি ব্যাগ নিয়ে ৩-৪ জন পাচারকারীকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করে পাচারকারীরা। পরে বিজিবি পাল্টা গুলি করে।

লে. কর্নেল ফয়সল জানান, এক পর্যায়ে দুইজন পাচারকারীকে ইয়াবার ব্যাগসহ আটক করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশি এলজি, এক রাউন্ড কার্তুজের খালি খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ দুই পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...