প্রকাশিত: ০৬/০৫/২০২১ ১০:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের গুলি বিনিময় হয়েছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি এলজি, এক রাউন্ড কার্তুজের খালি খোসাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ওই এলাকার মো. নূর আলমের ছেলে মো. আমির হোসেন, একই এলাকার নূর আহমদের ছেলে মো. আজিজ উল্লাহ।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান লম্বাবিল এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে-এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় বেড়িবাঁধের আড়ালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকভর্তি ব্যাগ নিয়ে ৩-৪ জন পাচারকারীকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করে পাচারকারীরা। পরে বিজিবি পাল্টা গুলি করে।

লে. কর্নেল ফয়সল জানান, এক পর্যায়ে দুইজন পাচারকারীকে ইয়াবার ব্যাগসহ আটক করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশি এলজি, এক রাউন্ড কার্তুজের খালি খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ দুই পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে শাহজাহান চৌধুরীর মনোনয়নে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের চারবারের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির ...

টেকনাফে দখলে থাকা মন্দির পরিদর্শনে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের নেতারা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ২০০ বছরের প্রাচীন দক্ষিণ হ্নীলা (নীলা) বড় বৌদ্ধ বিহারটি দীর্ঘদিনধরে অবৈধভাবে ...

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ ...