প্রকাশিত: ০৬/০৫/২০২১ ১০:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের গুলি বিনিময় হয়েছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি এলজি, এক রাউন্ড কার্তুজের খালি খোসাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ওই এলাকার মো. নূর আলমের ছেলে মো. আমির হোসেন, একই এলাকার নূর আহমদের ছেলে মো. আজিজ উল্লাহ।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান লম্বাবিল এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে-এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় বেড়িবাঁধের আড়ালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকভর্তি ব্যাগ নিয়ে ৩-৪ জন পাচারকারীকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করে পাচারকারীরা। পরে বিজিবি পাল্টা গুলি করে।

লে. কর্নেল ফয়সল জানান, এক পর্যায়ে দুইজন পাচারকারীকে ইয়াবার ব্যাগসহ আটক করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশি এলজি, এক রাউন্ড কার্তুজের খালি খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ দুই পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অভিমান ভুলে রাজুকে কাছে টানলেন সালাহউদ্দিন,বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা

পেকুয়া উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির ...

উখিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যাজুয়েটদের সমাবর্তন

উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজে প্রথমবারের মতো গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে আনুষ্ঠানিক সমাবর্তন ...

উখিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতারণার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সঙ্গে ...

মৃত গরুর গল্প সাজিয়ে উখিয়ায় স্ত্রীর মরদেহ গোপন করল ঘাতক স্বামী

কক্সবাজারের উখিয়ায় বস্তাবন্দি মহিলার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নিহতের স্বামী ঘাতক জসিম ...

আন্তর্জাতিক সহায়তা চাহিদার ৫০ শতাংশের কম : রোহিঙ্গা সমস্যা আবারও চরম ঝুঁকিতে

চলতি বছর মার্চে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সফরের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক ...

উখিয়া প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

উখিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত ...