প্রকাশিত: ০৮/১১/২০২১ ৭:০৬ পিএম


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে টেকনাফ ২ বিজিবি। এই ঘটনায় হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আবুল মঞ্জুরের ছেলে আত্মস্বীকৃত ইয়াবা কারবারী হাসান আব্দুল্লাহ (৩৮) ও তার সহোদর মো. ইউসুফকে পলাতক আসামী করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) রাত ১০টা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, জাদির তলা কামালের জোড়া হতে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খান।

সোমবার (৮ নভেম্বর) এক বার্তায় তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির জওয়ানরা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি তাদের বহনকৃত একটি ব্যাগ ফেলে সাতঁরিয়ে মিয়ানমারের শূন্য লাইনের দিকে চলে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্রে জব্দকৃত মাদক গুলোর মালিক জাদিমুরা এলাকার আবুল মঞ্জুরের ছেলে হাসান আব্দুল্লাহ ও তার সহোদর মো. ইউসুফ বলে জানা গেছে।

পলাতক আসামীদের বিররুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক গুলো স্থানীয় থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...