প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ৩:৪০ পিএম , আপডেট: ০৭/০৩/২০১৭ ৩:৪১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের অপহৃত সাকিবুল হাসান (০৭) নামে এক শিশুকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের কলাতলী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় দু’ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। উদ্ধার হওয়া শিশু সাকিবুল হাসান টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা, যুক্তরাষ্ট্র প্রবাসী আমির হোসেনের পুত্র।
আটককৃতরা হলো টেকনাফের বাহারছড়া দক্ষিণ বড়ডেইল এলাকার মৃত মো. কাশেমের পুত্র মো. আমীন (২২) ও কলাতলী ঝরঝরি পাড়ার আক্তার হোসেনের পুত্র মো. আলা উদ্দীন (৩০)।
মঙ্গলবার দুপুর ১২টায় র‌্যাব কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে এক প্রেস কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান বিষয়টি জানান।
অপহৃত শিশুর মা আয়েশা বেগম জানান, গত ২১ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় শিশু সাকিবুল হাসান। এরপর তিনদিন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ফোন করে শিশু সাকিবুল হাসানকে অপহরণ করা হয়েছে বলে জানায় অপহরণকারীরা। তাকে ফিরে পেতে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা। না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা। এরপর বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করেন। শেষ পর্যায়ে র‌্যাবের কাছে অভিযোগ করেন শিশুটির মা। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ফের ফোন করে ৭০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। আটক অপহরণকারীর একজন নিজ এলাকার বাসিন্দা হলেও তাকে চিনেন না বলে আয়েশা বেগম জানান।
আশেকুর রহমান রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি অপহৃত শিশু সাকিবুল হাসানের মা আয়েশা বেগমের (২৮) লিখিত অভিযোগ পেয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এরপর অপহরণকারীদের শনাক্ত ও তাদের অবস্থান জানার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ফাঁদ পাতা হয়। এর অংশ হিসেবে অপহরণকারীদের দাবি মতো মুক্তিপণের টাকা নিয়ে সোমবার রাত সাড়ে ১০টায় শিশুর মাকে কলাতলী পাঠানো হয়। র‌্যাব সদস্যরা তাকে অনুসরণ করতে থাকে। শেষে রাত দেড়টার দিকে দু’অপহরণকারীরা মুক্তিপণ নিতে আসলে সাদা পোশাকে উৎপেতে থাকা র‌্যাবের সদস্যরা তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে কলাতলীর ঝরঝরি পাড়ার আস্তানা থেকে শিশু সাকিবকে উদ্ধার করা হয়।
র‌্যাবের কোম্পানি কমান্ডার আশেকুর রহমান রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমান হচ্ছে আটককৃতরা অপহরণকারী চক্রের সদস্য। তাদের আরো লোক থাকতে পারে। এই ব্যাপারে অনুসন্ধান চলছে। আটক দু’ অপহরণকারীকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।’

পাঠকের মতামত

মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...