প্রকাশিত: ২১/০৮/২০১৬ ৮:১৬ এএম

Sultana20160820195913তরুণ নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির টিজার প্রকাশ পেয়েছে শুক্রবার রাতে। বাপ্পী ও আঁচল অভিনীত ছবির টিজারটি প্রকাশের পর বেশ আলোচনায় এসেছে।

‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী কোরবানি ঈদে। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেন।

মিষ্টি প্রেমের এ ছবিতে বাপ্পী-আঁচল ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ।

প্রসঙ্গ, বাপ্পী ও আঁচল জুটির পথচলা শুরু শাহীন সুমনের ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। এরপর আরো পাঁচটি ছবিতে তারা সফল জুটি হিসেবে হাজির হয়েছেন। তবে ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবিটির জন্য অপেক্ষা করছেন ঢাকাই ছবির জনপ্রিয় দুই মুখ বাপ্পী ও আঁচল।

দেখুন সুলতানা বিবিয়ানার টিজার :

এনই/এল

পাঠকের মতামত

‘হোটেলে জায়েদ-সায়ন্তিকার বেশি সময় কাটানোয় দ্বন্দ্বের সূত্রপাত’

প্রথমবারের মতো বাংলাদেশে শুটিং করতে এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হয়েছেন বলে দাবি কলকাতার নায়িকা সায়ন্তিকা ...

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষে ডিজে ইথিকা

বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে ডিজে সুরাইয়া আক্তার ইথিকা। ডিজেইথিকা নামেই সর্বত্রেই পরিচিত তিনি। ছোটবেলা থেকেই ...