প্রকাশিত: ১৯/০৬/২০১৬ ১০:১০ পিএম

zakir-nayekইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের আলোচনা শুনে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ৮ ব্যক্তি স্বেচ্চায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার সেখানকার রশিদ বিন মোহাম্মদ রমজান গ্যাদারিং-এ বিভিন্ন দেশের ১৫ হাজারেরও বেশি নারী পুরুষের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ড. জাকির নায়েক।

ভারতীয় এই ইসলামি চিন্তাবিদ দু’ঘন্টা ধরে তার বক্তব্য রাখেন। তার আলোচনা শুনে আটজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর মধ্যে ৫ জন পুরুষ ও তিনজন নারী।

অনলাইন খালিজ টাইমস লিখেছে, ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া এসব মানুষ ভারত, ফিলিপাইন, উগান্ডা, নাইজেরিয়ার। ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শ্রোতারা ইসলাম, খিস্ট্রান ধর্ম ও হিন্দু ধর্ম নিয়ে ড. জাকির নায়েকের কাছে প্রশ্ন তুলে ধরেন।

বৃহস্পতিবার তিনি বক্তব্য রাখেন ‘মিডিয়া অ্যান্ড ইসলাম’ বিষয়ের ওপর। এতে ড. জাকির নায়েক বলেন, আন্তর্জাতিক মিডিয়া ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

পাঠকের মতামত

খরচ কমল হজের

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে গত ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কোরআন উপহার পেলেন বাংলাদেশি আলেম

বাংলাদেশের বিশিষ্ট কারী এবং আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকে ...