নিউজ ডেস্ক::
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথমদিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানিয়েছেন, দোহাজারী থেকে চকরিয়া এবং চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন বসানোর জন্য টেন্ডার আহবান করা হয়েছে। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদের চলতি অধিবেশন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয় সভায়।