একটি প্রাইভেটকারে যাওয়ার সময় ১৭শ পিস ইয়াবাসহ চট্টগ্রামের বাকুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিদওয়ানকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোড থেকে এ সময় রিদওয়ানের সঙ্গে থাকা এক নারীসহ দু’জনকে আটক করা হয়।
এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন বিল্লাহ বলেন, পুলিশের একজন এএসআই আটক হয়েছেন জেনে ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসেছি। এসে রিদওয়ানকে পেয়েছি। রিদওয়ান বলছেন ইয়াবা আটকের জন্য সেখানে গিয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখছি।