উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১২/২০২২ ৯:৫৭ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের পকেটে পলিথিন মোড়ানো অবস্থায় এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সৈয়দ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইয়াবাসহ গ্রেফতার দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার কতৃক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ ...

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রধান অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম চৌধুরী ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর পুরস্কার ...