প্রকাশিত: ২১/১২/২০১৬ ৩:৫৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
চলে গেলেন কিংবদন্তী সুরস্রষ্ঠা আবদুল গফুর হালী। ২১ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের মাউন্টেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহ…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি চার ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‘সোনাবন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা, ‘পাঞ্জাবীওয়ালা রে পাঞ্জাবীওয়ালা, ‘দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নূরের খেলা, ‘মনের বাগানে ফুটিলো ফুলরে’ – প্রভৃতি গানের জনক আবদুল গফুর হালী ফুসফুস ক্যান্সারসহ বার্ধক্যজনিক নানা রোগে ভুগছিলেন।

গফুর হালীর নাতি সবুজ জানান, তার দাদার ভক্ত-অনুসারীরা ছড়িয়ে আছেন দেশ-বিদেশে। তাদের কথা বিবেচনা করে হালীর একাধিক নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ দাফন করা হবে ২৩ ডিসেম্বর (শুক্রবার)। আবদুল গফুর হালীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর মাইজভাণ্ডার দরবার শরীফে। দ্বিতীয় জানাজা একইদিন বাদ মাগরিব জমিয়তুল ফালাহ মসজিদে হবে। তার তৃতীয় ও শেষ জানাজা ২৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা নিজ বাড়ি পটিয়া রশিদাবাদ গ্রামে হবে। বর্তমানে তাকে পিএসপি হাউস নাসিরাবাদ হাউসিং সোসাইটি চট্টগ্রামে রাখা হয়েছে।

চট্টগ্রামের আঞ্চলিক গানের পুরোধা ব্যক্তিত্ব গফুর হালী। একইভাবে মাইজভাণ্ডারী গানেও তার অবদান সবার ওপরে।

‘আমি আমার আল্লাহ রাসূল/ আমি আমার জ্ঞাতি/ লালনের যেই জাত ছিল/ আমারও সেই জাতই…’ এই লাইনগুলোতেই আবদুল গফুর হালীর পরিচয় দেওয়া আছে। এটা তার কিছুদিন আগের লেখা গান, অপ্রকাশিত। বন্দরনগরীর পটিয়ার রশিদাবাদ গ্রামে নিজের বাড়িতেই শেষ সময়টা কাটে তার। মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত লিখেছেন তিনি। কয়েক বছর আগে তাকে নিয়ে গ্রন্থ লিখেছেন জারমানির গবেষক ড. হান্স হারডার। দু’ দফা তিনি হালীর বাড়িতে এসেছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...