প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৯:৩৩ পিএম

চকরিয়া প্রতিনিধি,
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার মালুমঘাট এলাকার আবাসিক হোটেল থেকে তাদের আটক করেন। পরে তাদেরকে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে আদালতের ম্যাজিষ্ট্রেট সংশ্লিষ্ট আইনে তিনজনকে জরিমানা করে ছেঁেড় দেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, বৃহস্পতিবার সকালে থানার এসআই মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে মালুমঘাট এলাকার কয়েকটি আবাসিক হোটেলে এ অভিযান চালায়। ওইসময় হোটেল থেকে দুইজন নারী ও একজন পুরুষকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তিনি বলেন, আটক তিনজনকে এদিন দুপুরে ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়। পরে অপরাধ স্বীকার সাপেক্ষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবউল করিম তিনজনের কাছ থেকে মুছলেকা নিয়ে সংশ্লিষ্ট আইনে অর্থ জরিমানা করে ছেঁড়ে দেয়ার নির্দেশ দেন।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...