
কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষক – কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ (৬ এপ্রিল) সকাল ১০টা দিকে শুরু হয়ে দুই ঘন্টা ধরে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের কলেজ গেট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুরপাল্লার পর্যটকবাহী গাড়ী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এসময় মহাসড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।
Pause
Mute
Remaining Time -10:27
Close PlayerUnibots.com
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে। তাই তার পদত্যাগ দাবি করে এসব কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এদিকে অধ্যক্ষ পদত্যাগ না করা পর্য্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।
অপরদিকে সড়ক অবরোধের খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অবরোধকারীদের বিভিন্ন দাবি পুরনের আশ্বাসে অবরোধ তুলে নেন। এতে যানচলাচল স্বাভাবিক হয়।
ছাত্র প্রতিনিধি ফাহিম বলেন , চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন ও বৈষম্যমূলক আচরণ ,পুনঃ নির্বাচনী পরীক্ষার নামে টাকা আত্মসাৎ , সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি, হুমকি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান, অবরোধ কর্মসূচি পালন করা হয়।
চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত জাহানের কাছে তার অনিয়ম ও দূর্নীতি বিষয়ে জানতে তার মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
পাঠকের মতামত