
নিজস্ব প্রতিবেদক::
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ। কমিটিতে শিমুল কায়সার রিফাতকে সভাপতি ও মোঃ আরফাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
১৫ জানুয়ারি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের এই আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক উসমান গনি স্বাক্ষরিত কমিটিতে সাতজনকে স্থান দেয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে তোহান সিকদার,সহ-সভাপতি(২) মাসুক রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান শাকিব। এছড়াও সাংগঠনিক সম্পাদক আসিফ শাহরিয়ার রাকিব,নুরুল আবছারকে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০২১ইং সালের ৭ ডিসেম্বর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। মাত্র ২মাসের মধ্যে ৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন দিয়েছে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ।
পাঠকের মতামত