প্রকাশিত: ০২/০৯/২০১৭ ৩:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১১ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
ঈদ মানে খুশি, ঈদ মানে অানন্দ এই অানন্দ ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে। ঈদ মানুষে মানুষে।হৃদ্যতা,সহমর্মিতা ও দৃঢ় করতে শিক্ষা দেয়। ঈদুল অাযহার এই শুভক্ষণে ভেদাভেদ,হানাহানি ভুলে সকল শ্রেণি পেশার মানুষ কাধেঁ কাধ মিলিয়ে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অাদর্শে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যায়। অাসুন অামরা সবাই মিলে সমাজ ও রাষ্ট্রের গরিব,দুঃখী অবহেলিত মানুষের পাশে গিয়ে দাড়ায়। তাতে গরিব,দুঃখীর অভাব মুছে যাবে। প্রতিষ্ঠিত হবে ন্যায় ভিত্তিক সাম্যের বন্ধন। বদলে যাবে সমাজ,দেশ।ঈদুল অাযাহার এই দিনে ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে প্রিয় ঘুমধুমবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে জানাই শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে
শাহ নেওয়াজ চৌধুরী
সভাপতি ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল
সম্পাদক-সীমান্ত বার্তা
ঘুমধুম,নাইক্ষ্যংছড়ি-বান্দরবান।

পাঠকের মতামত