শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
ঘুমধুমে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন
প্রকাশিত - ডিসেম্বর ১৬, ২০১৬ ৮:২২ এএম
নিজস্ব প্রতিনিধি, ঘুমধুমঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ের প্রথম প্রহরে পুষ্পমাল্য - পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। রাত ঠিক বারোটা এক মিনিটে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ব্যাপক উৎসাহ - উদ্দীপনায় একে-একে পুষ্পস্তবক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ারের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ - অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস শুক্কুর, ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্বাস উদ্দিন,সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির আহমদ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম সোবহান মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমলাল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক টিটু বড়ুয়া, সহ - সাংগঠনিক সম্পাদক জাহেদ আলম, যুবলীগ নেতা বশির আলম, ছাত্রলীগ নেতা নুর হোসেন ও সাইফুল ইসলাম বহরে ছিলেন। বাংলদেশ পুলিশ ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ চৌকস কর্মকর্তা এরশাদ উল্লাহর নেতৃত্বে তার পুলিশ জোয়ানরা। এসময় এসআই আমিনুর রহমান, এএস আই মোবারক হোসেন উপস্থিত সম্মান প্রদর্শনে ছিলেন।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল আলম চৌধুরী ও প্রধান শিক্ষক খাইরুল বশরের নেতৃত্বে এসময় অভিভাবক প্রতিনিধি এমকে শাহ কামাল,আবুল কাসেম,নুরুল ইসলাম ও সাবেক অভিভাবক প্রতিনিধি সাংবাদিক শ.ম.গফুর সাথে ছিলেন। পুষ্পস্তবক অর্পণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে মনিরুল ইসলাম,রহিম শিকদার,অাব্দুল মালেক,শাহ অালম,মোজাফ্ফর,এনামুল হক। শিক্ষক ও সংবাদকর্মী আজিজুল হকের নেতৃত্বে দক্ষিণ ঘুমধুম মিশকাতুন্নবী( সা:)দাখিল মাদ্রাসা, দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করে শহীদের প্রতি সম্মান প্রর্দশন করা হয়।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.