রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের জুবেরী ভবন থেকে আকতার জাহান নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে নগরীর মতিহার থানা পুলিশ। ওই কক্ষে একই থাকতেন আকতার জাহান। তিনি রাবির গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ বলেন, পুলিশের সহায়তায় ওই শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মাহিনুল ইসলাম জানান, সোয়া পাঁচটার দিকে ওই শিক্ষককে অচেতন অবস্থায় নেয়া হাসপাতলে। তার অনেক আগেই তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয় বলে জানান ওই চিকিৎসক।
অন্যদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, কক্ষের দরজা ভেঙে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। এটি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোন আলামত মেলেনি। তাকে রামেক হাসপাতালের হীম ঘরে নেয়া হয়েছে। তার স্বজনরা ঢাকায় থাকেন, তাদের খবর দেয়া হয়েছে। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে, জুবেরী ভবনের কর্মচারীরা জানান, কয়েক দিন থেকেই ওই শিক্ষক বাইরে বের হচ্ছিলেন না। স্বজনরা তাকে মুঠোফোনেও পাচ্ছিলেননা। শুক্রবার দুপুরে তার ছেলে অন্য শিক্ষকদের জানান। এরপর শিক্ষকরা জুবেরী ভবনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান।
এ সময় নগরীর মতিহার থানা পুলিশকে খবর দিলে বিকেল সাড়ে ৪টার দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে দরজা ভেঙে ওই শিক্ষককের অচেতন দেহ উদ্ধার করেন। ওই সময় মশারির ভেতর শোয়া অবস্থায় ছিলেন ওই শিক্ষক।