প্রকাশিত: ২৮/০৬/২০১৬ ৭:৫২ পিএম

2016_06_28_19_35_01_klaRyJE58l5Vqk9t92nXw880nBx4db_originalঢাকা : ক্রিকেট কিংবা ফুটবলে স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ মানুষ দেখেছেন অহরহই। হয়তো কোনো খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনায় কনসার্টেও দেখে থাকবেন। কিন্তু কোরআন তেলাওয়াতও এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছেন?

আফ্রিকান রাষ্ট্র তানজানিয়ায় একটি স্টেডিয়ামে এভাবেই লোক জড়ো হয়েছিল কোরআন তেলাওয়াত শুনতে।

রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টোডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন।

বাংলামেইল২৪

পাঠকের মতামত