ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ১:০০ পিএম , আপডেট: ২৯/০৯/২০২৫ ১:০৭ পিএম

উখিয়া উপজেলার ব্যস্ততম কোর্ট বাজার স্টেশনের ভালুকিয়া রোডে সরকারি খাস ( গোপাট) জায়গার উপর বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণ করছে।এই ঘটনায় সচেতন মহলে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলা রত্না পালং ইউনিয়নের কোট বাজার ভালুকিয়া সড়ক সংলগ্ন খোন্দকার পাড়া কবরস্থান সড়ক রয়েছে। এই সড়কে বর্তমানে ১৪ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টার অবস্থিত। কোট বাজার স্টেশন সহ পুরো রত্না পালং ও টেকপাড়া গ্রামের পানি নিষ্কাশন ও বর্ষাকালে পানি চলাচলের জন্য জন্য সরকারি গোপাট রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি নিষ্কাশন ও বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনের জন্য কোট বাজার – খোন্দকার পাড়া সড়কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোপাট জায়গায় ড্রেইন নির্মাণ করেন।
অভিযোগের প্রকাশ, খোন্দকার পাড়া গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম ক্ষমতার প্রভাব দেখিয়ে কোটবাজার ভালুকিয়া রোডের পানি নিষ্কাশনের ড্রেইনের ওয়াল ভেঙ্গে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, কোট বাজার – খোন্দকার পাড়া সড়কের পশ্চিম পাশে সরকারি খাস বা গোপাট জায়গা জবর দখল করে বহুতলভবন নির্মাণ করা খুবই দুঃখজনক। বর্তমানে নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
সরে জমিন পরিদর্শন পূর্বক , সরকারি ড্রেনের গোপাট জায়গা জবরদখল মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...

‘ন‍্যায়ভিত্তিক নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাকে ‘হ‍্যাঁ’ বলুন – মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ৫ ...