প্রকাশিত: ১৭/০৬/২০২২ ৯:০৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ জানায়,গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার-টেকনাফগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল বুধবার রাত পৌনে ১২টায় কুতুপালং বাজারের দক্ষিণ পাশে মায়ের দোয়া কপি হাউজ নামক দোকানের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে পালানোর চেষ্টা করলে উখিয়ার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র মাহামুদুল হক (২৮)কে ধরে ফেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়।

র‌্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...