উখিয়ায় ড্রাইভারের ছেলে শত কোটি টাকার মালিক সালাহউদ্দিন মেম্বর
উখিয়ার রাজাপালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ ...
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কক্সবাজার শহরের ওয়ান নাইন নামের এক রাখাইন প্রবাসী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো শচীন ও সাঈদ নামের আরো দুই যুবক আহত হয়েছে। ৪নভেম্বর বিকাল ৩টায় উখিয়া কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক দিয়ে আসা একটি সিএনজির সাথে নিহত ওয়ান নাইনের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় তার মাথা হেলে পড়লে অপরদিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে জোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত ওয়ান নাইন শহরের ক্যাং পাড়া এলাকার মং হ্লা ও মাষানরী রাখাইনের পুত্র। বিগত ৭/৮ মাস আগে সে দুবাই থেকে আসে। বার্মিজ স্কুল রোডে জিনিয়াস কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাঠকের মতামত