রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ ...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার বন্দী আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে হয়েছে। উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বাদী ও আসামিপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
বরের নাম নাঈম মিয়া (২৩)। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। কনের (১৯) বাড়িও কিশোরগঞ্জে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার রীতীশ চাকমা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।
রাজধানীর মিরপুর থানায় করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। বিয়ের পর কনে বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।
পাঠকের মতামত