ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৮:১৪ এএম

কক্সবাজারে বিজিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকা ও কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের মরিচ্যায় পৃথক অভিযানে এসব মাদক জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে রোববার (৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিফাত উল্লাহ বলেন, শনিবার রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার হক সুপার মার্কেটের মৌসুমি কসমেটিকস নামে একটি দোকানে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যান তারা। কসমেটিকসের আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন লোহাগাড়ার বাসিন্দা দোকানমালিক মোহাম্মদ জালাল উদ্দীন (৪৩)। সেখানে তার কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

অন্যদিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা যৌথ তল্লাশি চৌকিতে লবণবাহী একটি ট্রাক থেকে ৩৬ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার রাত ৯টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাককে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রাকের ড্যাশ বোর্ডের ভেতর থেকে ইয়াবা চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আরিফ (৩২) ও সহকারী কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া বাজারের মো. ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করে রামু থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

রামু থানার ওসি ইমন চৌধুরী বলেন, গ্রেপ্তার ট্রাক চালক ও হেলপারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...