প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:০৬ পিএম

148277_1ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয়জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি।

তারা হলেন – দিনাজপুরের আব্দুল্লা হ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।

বুধবার রাতে ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ‘কল্যাণপুরে অপারেশন স্টর্ম-২৬-এর জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিঙার প্রিন্টের সঙ্গে ৭ জনের মিল পাওয়া গেছে।’

তাদের প্রকৃত ছবি এবং নিহতের পরের ছবিসহ বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে।

এদের মধ্যে- আব্দুল্লাহ দিনাজপুরের বাসিন্দা। তার পিতার নাম মো. সোহরাব আলী।

আবু হাকিম নাইম, বাড়ি পটুয়াখালী। তার পিতার নাম নুরুল ইসলাম।

তাজ-উল-হক রাশিক, ঢাকার ধানমন্ডির বাসিন্দা। পিতার নাম জানানো হয়েছে রবিউল হক।

আকিফুজ্জামান খান, রাজধানী ঢাকার গুলশানের বাসিন্দা। সাইফুজ্জামান খানের সন্তান।

সাজাদ রউফ (অর্ক), পিতার নাম তৌহিদ রউফ। রাজধানী ঢাকার ভাটারা এলাকার বাসিন্দা বলে উল্লখ করা হয়েছে।

মতিয়ার রহমান, সাতক্ষীরা তালা থানার নাসির উদ্দিন সরদারের সন্তান।

জোবায়ের হোসেন, নোয়াখালীর সুধারাম থানার আব্দুল কাইয়ূমের সন্তান।

প্রসঙ্গত, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কল্যাণপুরে ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামের একটি ভবনের পাঁচ তলার ‘জঙ্গি’ আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। ওই ঘটনায় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে আরো এক ‘জঙ্গি’ গুলিবিদ্ধ হয়ে আটক হয়। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট নিয়ে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন করবে বাংলাদেশ

রোহিঙ্গা সংকট নিয়ে আগামী বছর আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে এই ...

ইউসিবি ব্যাংকের ২ হাজার কোটি টাকা আত্মসাত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে অঢেল সম্পত্তির প্রতিবেদন হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ইউনাইটেড ...

ছাত্র-সংগঠনগুলোর ঐক্যে ফাটল, দুষছেন একে-অপরকে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা ...