
স্মারক নং: শেড/পুষ্টি/এইচ আর/২০২৩/০৯/৮৯০। তারিখ: ২৬/০৯/২০২৩ইং
‘‘শেড’’ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ
করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ, খাদ্যনিরাপত্তা জোরদারকরণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, জনসংখ্যা
নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম বাস্তবায়নে শেড সরকারী ও বেসরকারী পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির
সার্বিক সহযোগিতা পেয়ে আসছে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের অঙ্গ সংস্থা UNICEF ও UNWFP এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় কক্সবাজার জেলার
উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে বাস্তবায়নাধীন ‘সমন্বিত পুষ্টিসেবা কার্যক্রম পরিচালনায় মাঠ পর্যায়ে/কর্মক্ষেত্রে সহযোগীতা প্রদান করার জন্য নিন্মোক্ত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে:
শর্তাবলি ঃ
(০১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। উখিয়া ও টেকনাফ উপজেলার স্থায়ীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
(০২) প্রার্থীকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহন করতে হবে। কেবল বাছাই পরীক্ষায় উর্ত্তীণ প্রাথীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
(০৩) নির্বাচিত প্রার্থীদের ক্যাম্পের দূর্গম এলাকায় কাজ করার/কঠোর পরিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে। যেকোন দূর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করার সম্মতি প্রদান করতে হবে।
(০৪) ক্যাম্পে ‘সমন্বিত পুষ্টিসেবা কার্যক্রম’ কর্মসূচিতে কর্মরত এমন অভিজ্ঞ প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।
(০৫) অধ্যয়নরত কোন ছাত্র-ছাত্রী (এইচ.এস.সি অথবা স্নাতক অধ্যয়নরত), ধূমপায়ী, মাদকাসক্ত, নারী ও শিশু নির্যাতনের সাথে সম্পৃক্তদের আবেদন করার প্রয়োজন নেই।
(০৬) কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে।
(০৭) কোনরুপ কারণ দর্শানো ব্যাতিরেকে ’শেড’’ কর্তৃপক্ষ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে পারবে।
(০৮) নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পিতা/মাতা বা আইনানুগ অভিভাবকের সম্মতি পত্র জমা দিতে হবে।
(০৯) অভিজ্ঞ প্রার্থীর ক্ষেএে বয়স শিথিল যোগ্য।
আবেদন শুরুর তারিখ ঃ ২৬ই সেপ্টম্বর-২০২৩ইং
আবেদনের শেষ তারিখ ঃ ৩০ই সেপ্টম্বর -২০২৩ইং
সিভি জমা দেওয়ার ঠিকানাঃ
বরাবর
নির্বাহী পরিচালক
সোসাইটি ফর হেলথ্ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড)।
প্রোগ্রাম অফিসঃ
ডাক্তার আব্দুর রহিম বিল্ডিং (২য় তলা), উপজেলা হেলথ্ কমপ্লেক্স এর পাশে, মেইন রোড, উখিয়া, কক্সবাজার-৪৭০০।
আবেদন পত্রের সাথে যা জমা দিতে হবে ঃ
(০১) মোবাইল নম্বারসহ প্রার্থীর পূর্ন জীবন বৃত্তান্ত।
(০২) শিক্ষাগত যোগ্যতা সনদ ও রেজিস্ট্রেশন কার্ড এর সত্যায়িত ফটোকপি।
(০৩) অভিজ্ঞতা সনদের ফটোকপি।
(০৫) ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পদত্ত জাতীয়তা সনদের ফটোকপি।
(০৬) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২(দুই) কপি ছবি।
উল্লেখ্য :
(০১) খামের উপর ‘‘পদের নাম (সিএনভি)’’ অবশ্যই উল্লেখ করতে হবে।
(০২) উল্লেখিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ন আবেদন পত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।
নিয়োগের ক্ষেত্রে ‘‘শেড’’ নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
www.shedbd.org
ঘটনাপ্রবাহঃ চাকুরি
আইআরসিতে চুক্তিভিত্তিক চাকরি, কর্মস্থল কক্সবাজার
২১/০৪/২০২৫ ৭:৫৯ এএমড্যানিশ রিফিউজি কাউন্সিলে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার
২৫/০৩/২০২৫ ১০:৫৬ এএমফার্মেসি স্টোর কিপার পদে নিয়োগ দিচ্ছে এমএসএফ, কর্মস্থল উখিয়া
০৩/০২/২০২৫ ১০:৪৩ এএমরেড ক্রিসেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা
০৭/০১/২০২৫ ৭:৪৩ এএম৯ জন উপজেলা প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ
০৬/০১/২০২৫ ৩:৫৯ পিএমনিয়োগ দিচ্ছে ‘শেড’ ,কর্মস্থল: উখিয়া / রোহিঙ্গা ক্যাম্প
০২/০১/২০২৫ ৭:৪৮ পিএমবিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘ,কর্মস্থল: কক্সবাজার
০২/০১/২০২৫ ৮:৩৮ এএমনিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, ছুটি সপ্তাহে ২দিন
০৭/১২/২০২৪ ৭:২৯ পিএমকেস ওয়ার্কার নেবে একশনএইড , বেতন ৫৯ হাজার,কর্মস্থল: উখিয়া
০৫/১২/২০২৪ ৭:৫৫ এএম২ জেলায় ফিল্ড অফিসার পদে দেবে কারিতাস
০৪/১২/২০২৪ ৭:৫৩ এএমওয়ার্ল্ড ভিশনে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ , পাবেন চিকিৎসা ভাতা ও বিমা
০১/১২/২০২৪ ১০:০৪ এএমডিগ্রি পাসে ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ
২৯/১১/২০২৪ ৮:১৪ এএমব্র্যাকের অধীনে চাকরি, নিয়োগ কক্সবাজারে
২৮/১১/২০২৪ ১১:০৪ এএমজাতিসংঘের অধীনে চাকরি, নিয়োগ কক্সবাজারে
২৫/১১/২০২৪ ৮:১৮ এএমনিয়োগ দিচ্ছে আহ্ছানিয়া মিশন
০৫/১১/২০২৪ ৭:২৫ এএমঅফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, কর্মস্থল কক্সবাজার
০১/১১/২০২৪ ৬:৫৭ এএমঅফিসার পদে নিয়োগ দেবে আইআরসি, কর্মস্থল কক্সবাজার
১০/১০/২০২৪ ৯:৪৮ এএমনিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ,কর্মস্থল: কক্সবাজার
০৭/১০/২০২৪ ৮:০৩ এএম৪০০ জনকে নিয়োগ দিচ্ছে বেসরকারী সংস্থা
০৬/১০/২০২৪ ৯:৩৮ এএমনিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর
২৪/০৯/২০২৪ ২:৫৫ পিএম
পাঠকের মতামত