উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০২/২০২৪ ৩:০১ পিএম

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। গুরুতর আহত হয়েছেন দুই অটোরিকশাচালক।

বুধবার (২৮ ফেব্রুযারি) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিএনজিচালক আমীর আব্বাস (৫৫) ও মো. বেলাল (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের উপরে রাখা অটোরিকশা দুটি দ্রুত সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রেললাইনের পাশে পড়ে। এতে দুই চালক গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক জামাল বলেন, সন্ধ্যায় আমাদের সিএনজি সমিতির একটা মিটিং ছিল। সবাই রেলস্টেশন এলাকায় গাড়ি পার্কিং করে মিটিংয়ে যাই। মিটিং শেষে রাতে এসে যে যার সিএনজি নিতে আসে। এ সময় কক্সবাজার থেকে আসা দ্রুতগামী ট্রেনটি দেখতে পেয়ে চালকেরা রেললাইনে আড়াআড়িভাবে রাখা গাড়ি সরাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে গাড়ি চুরমার হয়ে গেলেও তারা প্রাণে বেঁচে যান।

পটিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শেখ আহমদ বলেন, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি পটিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় এলোপাতাড়িভাবে অটোরিকশা রাখায় এ ঘটনাটি ঘটে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখারুল আলম বলেন, রাতে ট্রেনের ধাক্কায় গুরতর আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতে পটিয়া রেলস্টেশনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় ধুমড়ে-মুছড়ে যাওয়া একটি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...

রাজাপালং ইউপি’র উপ নির্বাচনে প্রতীক পেলেন চার চেয়ারম্যান প্রার্থী

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার (১১ ...

আইনি লড়াইয়ে প্রার্থীতা ফিরে পেলেন হুমায়ুন কবির চৌধুরী

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উপনির্বাচনে মহামান্য হাইকোর্টের রাযে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কর্তৃক বাতিলকৃত মনোনয়ন ...