উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০২/২০২৪ ৩:০১ পিএম

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। গুরুতর আহত হয়েছেন দুই অটোরিকশাচালক।

বুধবার (২৮ ফেব্রুযারি) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিএনজিচালক আমীর আব্বাস (৫৫) ও মো. বেলাল (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের উপরে রাখা অটোরিকশা দুটি দ্রুত সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রেললাইনের পাশে পড়ে। এতে দুই চালক গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক জামাল বলেন, সন্ধ্যায় আমাদের সিএনজি সমিতির একটা মিটিং ছিল। সবাই রেলস্টেশন এলাকায় গাড়ি পার্কিং করে মিটিংয়ে যাই। মিটিং শেষে রাতে এসে যে যার সিএনজি নিতে আসে। এ সময় কক্সবাজার থেকে আসা দ্রুতগামী ট্রেনটি দেখতে পেয়ে চালকেরা রেললাইনে আড়াআড়িভাবে রাখা গাড়ি সরাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে গাড়ি চুরমার হয়ে গেলেও তারা প্রাণে বেঁচে যান।

পটিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শেখ আহমদ বলেন, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি পটিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় এলোপাতাড়িভাবে অটোরিকশা রাখায় এ ঘটনাটি ঘটে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখারুল আলম বলেন, রাতে ট্রেনের ধাক্কায় গুরতর আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতে পটিয়া রেলস্টেশনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় ধুমড়ে-মুছড়ে যাওয়া একটি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত

কক্সবাজারে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ...

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ...

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...