ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৩/২০২৩ ৮:০৩ এএম

কসক হীরকজয়ন্তীতে অনিয়ম ও অব্যবস্থাপনার নানা অভিযোগ তুলেছেন অনেকেই। যা নিয়ে ইতোমধ্যেই সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। আয়োজক কমিটির অনেকেই তাদের ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন হতাশার কথা।

কক্সবাজার সরকারি কলেজের হীরকজয়ন্তীর আয়োজনে শনিবার সকাল ১১ টার দিকে টি শার্ট স্টলে টি শার্ট না পেয়ে স্টল ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ অংশগ্রহনকারীরা। এছাড়াও কোটপিন,চাবির রিং, ব্যাগও পান নি অনেকেই।

আয়োজক কমিটি জানায়, সাড়ে ৬ হাজার পিস টি শার্ট আনা হয়েছে। বিতরনের সময় অনেকেই ৬/৭ টি টি শার্ট জোর করে নিয়ে ফেলায় এ সংকট তৈরী হয়।

এদিকে হীরকজয়ন্তীর আহবায়ক মেয়র মুজিবুর রহমান জানান, যারা পায়নি তাদের সবাই কে টি শার্ট দেয়া হবে, প্রয়োজনে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

আবার এদিকে খাবারের বেলায়ও অনিয়মের অভিযোগ তুলেছেন কেউ কেউ। খাবার না পেয়ে অনেকেই রেঁস্তোরায় খাবার খাওয়ার পোস্ট দিচ্ছেন ফেইসবুকে। হীরকজয়ন্তী উদযাপন পরিষদের প্রচার উপ কমিটির আহবায়ক মোহাম্মদ হোসাইন মাসু তার ফেইসবুক স্ট্যাটাসে লিখছেন, তার পরিবারের ১২ সদস্য খাবার না পেয়ে চলে গেছে।

আয়োজক কমিটি বলছে এক ব্যাচে ২ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা আছে। কিন্তু একসাথে সবাই খেতে আসলে বিশৃঙখলা হয়, পরে যা নিয়ন্ত্রণে চলে আসে।

এদিকে কসক হীরকজয়ন্তী নিয়ে সরব ফেইসবুক, সকলেরই একই অভিযোগ- অনিয়ম ও অব্যস্থাপনা।

তবে সবকিছুই কি আয়োজকদের দায় ও দায়িত্ব? অংশগ্রহনকারীদের একটি অংশ দায়িত্বশীল আচরণ না করায় এমন অবস্থা তৈরী হয়েছে বলে মনে করছেন অনেকেই।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...