উখিয়া নিউজ ডেস্ক ;;
কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক হাবিবুর রহমানসহ কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌরসভার গেইটের সামনে শিল্পী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বহিরাঙ্গন অনুষ্ঠানের নামে এ পরিচালন ভূয়া বিল কলে শিল্পীদের টাকা আত্মসাত করেছে। এমন কি মৃত এবং কারাগারে থাকা ব্যক্তির নামেও বিল করে তা আত্মসাত করা হয়। এজন্য তাকে অপসারণের পাশাপাশি দুর্নীতি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বেতার শিল্পী ঐক্য পরিষদ এর আহবায়ক রায়হান উদ্দিন, নাট্য প্রয়োজক জসিম উদ্দিন বকুল, নাট্য প্রযোজক স্বপন ভট্টাচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস রক্ষিত, এ্যাডভোকেট প্রভিতা দাশ, পরেশ বড়ূয়া, শহিদুল ইসলাম, তৌফিকুল ইসলাম লিপুসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।