ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ৯:৩৯ এএম

এখন থেকে কক্সবাজার বিমানবন্দরেই মিলবে জেট ফুয়েল। আর এই জেট ফুয়েল সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি।

এই লক্ষ্যে কক্সবাজার এভিয়েশন ডিপো পরিচালনার দায়িত্ব হস্তান্তরের জন্য স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী এখন বিমানে জেট ফুয়েল সরবরাহ করবে।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

এই বিষয়ে কোম্পানি সেক্রেটারি নোমান আহমেদ তফাদার বলেন, এখন থেকে কক্সবাজার বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করবে পদ্মা অয়েল কোম্পানি।

সরকার কক্সবাজারে জ্বালানি তেলের ডিপো নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি শেষ হলে ঢাকা থেকে কক্সবাজারগামী উড়োজাহাজ তেল নিতে পারবে।

তবে প্রকল্পটি শেষ না হওয়া পর্যন্ত তেল যাবে ঢাকা বিমানবন্দর থেকে।

নোমান আহমেদ তফাদার আরও বলেন, ডিপো নির্মাণ শেষ হলে কক্সবাজার যেতে ঢাকা বিমানবন্দর থেকে যে পরিমাণ জ্বালানি লাগবে বিমানগুলো নিয়ে যাবে।

ঢাকায় ফেরার সময় প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি কক্সবাজার বিমানবন্দর থেকে নিতে পারবে।

পাঠকের মতামত

উখিয়ার পূর্ব দরগাহ বিল দক্ষিণপাড়া ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগা বিল দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ...