ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৩ ৯:১৩ এএম

রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মনির হোসেন জনি, খেলাফত মোল্লা, মো. সুমন মিয়া ও মতিয়ার রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, গোলাপবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারির অবস্থান নেওয়ার খবরে বুধবার বিকেল চারটায় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। পরে তাদের থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জ্যোতির্ময় সাহা বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানায় আরও একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পাঠকের মতামত

কেএনএফ ক্যাম্পে অভিযানের সময় বিস্ফোরণে সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ক্যাম্প নিয়ন্ত্রণে নেওয়ার সময় বিস্ফোরণে সেনাবাহিনীর এক জন ...