প্রকাশিত: ২৫/১২/২০১৬ ৮:২০ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীই সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক। একসময় জেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

জেলা নির্বাচন অফিসে দেয়া হলফনামার তথ্য অনুযায়ী, মোস্তাক আহমদের কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫৫ হাজার টাকা। বাড়ি ভাড়া থেকে পান ২০ হাজার টাকা। তাঁর কৃষিজমি আছে ৫ একর, অকৃষি ২ একর। নগদ টাকা আছে ২ লাখ। ব্যাংকে জমা মাত্র ১০ হাজার টাকা। কক্সবাজার কৃষি ব্যাংকে তাঁর দেনা ৪৪ লাখ ৭৫ হাজার টাকা। অন্যদিকে মোস্তাক আহমদ চৌধুরী ‘স্বশিক্ষিত’। তাঁর নামেও কোনো মামলা নেই। তাঁর ছেলে ও মেয়ে বিদেশে অবস্থান করলেও তাঁদের আয়ের বিষয়টি হলফনামায় উল্লেখ নেই।

এদিকে, প্রতিদ্বন্দ্বি এইচ এম সালাহ উদ্দিন মাহমুদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। চকরিয়া উপজেলা পরিষদেও চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য।

সাবেক এ এমপি এইচ এম সালাহ উদ্দিন মাহমুদের ব্যবসা থেকে আয় বছরে ২ লাখ ৬০ হাজার টাকা। কৃষি খাতে আয় ১৫ হাজার টাকা। কৃষিজমি ৫ একর, অকৃষি ২ একর। ব্যাংকে জমা ৩ লাখ টাকা। নগদ আছে ৫০ হাজার টাকা। ব্যাংকে দেনার পরিমাণ ১৫ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা

বিকম। তাঁর নামে কোনো মামলা নেই। এইচ এম সালাহ উদ্দিন মাহমুদের নির্ভরশীল ব্যক্তিদের বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ৪ লাখ টাকা। ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...