সম্মেলনের দীর্ঘ ৯ মাস পর ঘোষণা করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ১৩ অক্টোবর দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন পায়। একই সাথে ২১ জন উপদেষ্টার নামও প্রকাশ করা হয় ওই কমিটিতে। প্রায় ১৩ বছর পর গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দলীয় সভানেত্রীর নির্দেশে বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এর দীর্ঘ ৯ মাস পর ঘোষিত হল পূর্ণাঙ্গ কমিটি। কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী রাজা, আজিজুর রহমান বিএ, এডভোকেট বদিউল আলম সিকদার, মোঃ শফিক মিয়া, জাফর আলম চৌধুরী (রামু), রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রণজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইউনুছ বাঙালী, দপ্তর সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মুন্নি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম কামাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজিব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান চৌধুরী মাবু, নাজনীন সরওয়ার কাবেরী, উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুর, কোষাধ্যক্ষ আবদুল খালেক, সদস্য যথাক্রমে- মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট আহমদ হোসেন, সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম চৌধুরী, আবদুর রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আবুহেনা মোস্তফা কামাল, কানিজ ফাতেমা মোস্তাক, নুরুল আবছার চেয়ারম্যান, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট সুলতানুল আলম, আদিল উদ্দিন চৌধুরী, এডভোকেট মমতাজ আহমদ, লে. কর্নেল (অব) ফোরকান আহমদ, এডভোকেট ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, এস.এম গিয়াস উদ্দিন চৌধুরী (পেকুয়া), শফিউল আলম চৌধুরী (কুতুবদিয়া), শফিকুল কাদের শফি, মোহাম্মদ হোসেন বিএ, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, মকসুদ মিয়া, মিজানুর রহমান (চকরিয়া), আমিনুর রশিদ দুলাল, রশিদ আহমদ (হ্নীলা), আবুল হোসেন কোম্পানী, সোনা আলী, এডভোকেট আবদুর রউফ, এডভোকেট অরূপ বড়ুয়া তপু, উম্মে কুলসুম মিনু, বদরুল হাসান মিল্কী, জিএম আবুল কাশেম, সুপ্তভুষন বড়ুয়া, মিজানুর রহমান ইকরা।
এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন যথাক্রমে- মোহাম্মদ নুরুল ইসলাম, জালাল আহমদ কোম্পানী, কামাল হোসেন চৌধুরী, ডা. নুরুল আমিন, সালেহ আহমদ চৌধুরী, এডভোকেট কামাল হোসাইন, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, কামাল হোসেন চেয়ারম্যান, সৈয়দ আহমদ কুতুবী, এইচকে আনোয়ার চেয়ারম্যান, মনিরুল আলম চৌধুরী, আলহাজ মমতাজ আহমদ সওদাগর, মৌলভী আতিকুর রহমান, জাফর আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান কন্ট্রাক্টর, শফিকুর রহমান কোম্পানী, শামীম আরা দুলালী, মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, এডভোকেট মোহাম্মদ ইসহাক, মুক্তিযোদ্ধা জালাল আহমেদ ও মৌলভী আবু তাহের।