প্রকাশিত: ১৪/০৬/২০২২ ৮:০১ পিএম

কক্সবাজারে বাড়ছে করোনা। সদর হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় ১৯ জনের র‍্যাপিড এন্টিজেনে করোনায় আক্রান্ত হয়েছে ৬ জন। আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জনই সদর হাসপাতালে কর্মরত ডাক্তার।

রাতে পাওয়া যাবে পিসিআর ল্যাবের ফলাফল, যাতে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন চিকিৎসকেরা।

হঠাৎ করোনা বাড়ার কারন কি? এমন প্রশ্নের জবাবে কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রমক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ শাহজাহান নাজির জানান, অনেক গুলো কারণ থাকতে পারে, সুনির্দিষ্ট করে বলার সময় এখনো আসেনি তবে অনেকেরই বোস্টার ডোজ নেয়ার সময় ৬ মাস অতিবাহিত হয়ে গেছে ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার কারনেও এটা হতে পারে।

অন্যদিকে সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান বলছেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন করা অত্যাবশ্যকীয়, সেইসাথে তিনি টিকা গ্রহনের উপর জোর দিয়ে বলেন, যারা এখনো করোনার টিকা নেয়নি তাদের দ্রুত টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, কক্সবাজার জেলায় পর্যাপ্ত করোনার টিকা আছে। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার কতৃক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ ...

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রধান অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম চৌধুরী ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর পুরস্কার ...