

- ডেস্ক নিউজ – প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আরও ২৭১টি কলেজ সরকারি করা হয়েছে। রবিবার (১২ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।
কলেজ সরকারি করার প্রজ্ঞাপনসরকারি হওয়া কলেজগুলোর মধ্যে ঢাকা জেলার ৪টি,
কলেজ সরকারি করার প্রজ্ঞাপনমানিকগঞ্জের ৪টি, নারয়ণগঞ্জের ৩টি, মুন্সীগঞ্জের ৩টি,
কলেজ সরকারি করার প্রজ্ঞাপনগাজীপুরের ৩টি, নরসিংদীর ৪টি, রাজবাড়ীর ২টি, শরীয়তপুরের ৪টি, ময়মনসিংহের ৮টি,
কলেজ সরকারি করার প্রজ্ঞাপনকিশোরগঞ্জে ১০টি, নেত্রকোনার ৫টি, টাঙ্গাইলে ৮টি, জামালপুরে ৩টি, শেরপুরে ৩টি, চট্টগ্রামে ১০টি, কক্সবাজারে ৫টি, রাঙামাটি ৪টি, খাগড়াছড়িতে ৬টি, বান্দরবানে ৩টি,
কলেজ সরকারি করার প্রজ্ঞাপননোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে একটি করে, কুমিল্লায় ১০টি, ব্রাক্ষ্মণবাড়িয়ায় ৬টি, চাঁদপুরে ৭টি, সিলেটে ৯টি, হবিগঞ্জে ৫টি, মৌলভীবাজারের ৫টি, সুনামগঞ্জে ৮টি, রাজশাহীতে ৭টি,
কলেজ সরকারি করার প্রজ্ঞাপনচাঁপাইনবাবগঞ্জে ২টি, নাটোরে ৩টি, পাবনায় ৭টি, সিরাজগঞ্জে ৩টি, নওগাঁ জেলায় ৬টি, বগুড়ায় ৬টি, জয়পুরহাটে একটি, রংপুরে ৭টি, নীলফামারীতে ৪টি, গাইবান্ধায় ৪টি, কুড়িগ্রামে সাতটি, দিনাজপুরে ৯টি, লালমনিরহাটে ৩টি,
কলেজ সরকারি করার প্রজ্ঞাপনঠাকুরগাঁওয়ে একটি, পঞ্চগড়ে ৪টি, খুলনায় ৫টি, যশোরে ৫টি, বাগেরহাটে ৬টি, ঝিনাইদহে একটি, কুষ্টিয়ায় দুটি, চুয়াডাঙ্গায় দুটি, সাতক্ষীরায় দুটি, মাগুরায় ৩টি, নড়াইলে একটি, বরিশালে ৬টি, ভোলায় ৪টি, ঝালকাঠিতে ৩টি, পিরোজপুরে দুটি, পটুয়াখালীতে ৬টি, বরগুনায় তিনটি কলেজ রয়েছে।
ঢাকা জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে সাভার উপজেলায় সাভার কলেজ, কেরানীগঞ্জে ইস্পাহানী ডিগ্রি কলেজ, দোহারে পদ্মা কলেজ, নবাবগঞ্জে দোহার-নবাবগঞ্জ কলেজ।
মানিকগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে সিঙ্গাইরে সিঙ্গাইর ডিগ্রি কলেজ, শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, হরিরামপুরে বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যারয়, দৌলতপুরে মতিলাল ডিগ্রি কলেজ।
নারায়ণগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে বন্দর থানায় কদম রসুল কলেজ, সোনারগাঁওয়ে সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জে মুড়াপাড়া কলেজ।
মুন্সীগঞ্জ জেলায় সরকারি হয়েছে সিরাজদীখান উপজেলায় বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ, টঙ্গীবাড়ীতে বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ, লৌহজংয়ে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ।
গাজীপুরে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে কাপাসিয়ায় শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ, শ্রীপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জে কালীগঞ্জ শ্রমিক কলেজ।
নরসিংদী জেলায় সরকারিকরণ হয়েছে বেলাবো উপজেলায় হোসেন আলী ডিগ্রি কলেজ, রায়পুরা উপজেলায় রায়পুরা কলেজ, মনোহরদীতে মনোহরদী ডিগ্রি কলেজ, পলাশে পলাশ ডিগ্রি কলেজ।
রাজবাড়ী জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, কালুখালীতে কালুখালী কলেজ।
শরীয়তপুরে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে ভেদরগঞ্জে এম এ রেজা ডিগ্রি কলেজ, গোসাইরহাটে শামসুর রহমান ডিগ্রি কলেজ, ডামুড্যায় পূর্ব মাদারীপুর কলেজ, জাজিরায় বি.কে নগর বঙ্গবন্ধু কলেজ।
ময়মনসিংহে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে ভালুকায় ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়ায় ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশালে নজরুল কলেজ, হালুয়াঘাটে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফুলপুরে ফুলপুর ডিগ্রি কলেজ, তারাকান্দায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়িয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়।
কিশোরগঞ্জে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে করিমগঞ্জে করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইলে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুরে বাজিতপুর কলেজ, হোসেনপুরে হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামে রোটারি ডিগ্রি কলেজ, কটিয়াদীতে কটিয়াদী কলেজ, কুলিয়ারচরে কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়ায় পাকুন্দিয়া কলেজ, মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ।
নেত্রকোনায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে বারহাট্টায় বারহাট্টা কলেজ, খালিয়াজুড়িতে কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দায় কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়ায় কেন্দুয়া ডিগ্রি কলেজ, পূর্বধলায় পূর্বধলা ডিগ্রি কলেজ।
টাঙ্গাইলে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে কালিহাতিতে শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ারে সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইলে জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুরে গোপালপুর কলেজ, ঘাটাইলে জি. বি. জি কলেজ।
(কলেজের নামগুলো বিস্তারিত আসছে…)
এই ২৭১টি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর পর দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠান হলো ৫৯৮টি।

পাঠকের মতামত